মুসফিকের বুদ্ধিতেই কাবু স্মিথ!!

প্রথম দিনের খেলা দাপটের সাথে শেষ করলেও বাংলাদেশ পুরোপুরি স্বস্তিতে ছিল না উইকেটে স্টিভ স্মিথ থাকায়। দ্বিতীয় দিনের খেলা শুরুর পর স্বাগতিকদের মূল মাথাব্যথা তাই ছিলেন স্মিথই।

যদিও সাতসকালেই স্মিথকে অসাধারণ ফ্লাইটে বোকা বানিয়ে সাজঘরে ফিরিয়ে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ শিবিরে নিয়ে এসেছিলেন স্বস্তি। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মিরাজ জানান স্মিথকে কাবুর পেছনের গল্প।


বল মোকাবেলার আগে পা নাড়ানো স্মিথের অভ্যাস। এতে বিভ্রান্ত হন বোলাররা। তবে মুশফিক মিরাজকে বলে দিয়েছিলেন এর সমাধান। মিরাজ বলেন, ‘মুশফিক ভাই বলেছিল, রাউন্ড দ্য উইকেট থেকে বল করলে স্মিথ আটকে যাবে। পায়ের ব্যবহার কমে যাবে। তা হলে ক্যাচ বা স্টাম্পিংয়ের সুযোগ বাড়বে। ওভাবে চেষ্টা করেছি, কাজে লেগেছে।’  

নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা কাবু হয়েছেন বাংলাদেশের স্পিনে। উইকেট যে স্পিন সহায়ক সেটি নিয়ে আপত্তি নেই মিরাজের। তবে খাটো করে দেখছেন না বোলারদের কীর্তিকেও। বোলাররা ভালোকরছে পিচ যেমন হোক না কেনভালো বল না করলেউইকেট পাওয়া যায় না’- বলেন মিরাজ।

দ্বিতীয় দিন শেষে ঢাকা টেস্ট বাংলাদেশের নিয়ন্ত্রণে আছে বলেই মনে করছেন তরুণ এই অলরাউন্ডার। তিনি বলেন, অবশ্যইএখনো পর্যন্ত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণেকালকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ আশা করিআগামীকাল আমাদের ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে ব্যাটকরতে পারেবড় স্কোর দিতে পারি সে ক্ষেত্রে ওদেরজন্য চ্যালেঞ্জ হয়ে যাবে

সেক্ষেত্রে ‘বড় স্কোর’ বলতে অবশ্য মিরাজ ধরে নিচ্ছেন না ৩০০-৪০০ রানের মাইলফলককে, ‘উইকেট যেমনআমরাযত রানই করি না কেন লড়াই করতে পারব নির্দিষ্ট করেবলা যাবে না যে ৩০০৪০০ করলে ম্যাচ জিতে যাবওরাও কিন্তু ভালো দল আমরা যা লিড পাবসেটানিয়েই খেলতে হবে

Leave a comment